এবার হিন্দি গান গাইলেন অনন্ত জলিল
বাংলাদেশের চলচ্চিত্রে কারিগরী মানের দিক থেকে অবশ্যই, উচ্চারণের কারণেও ব্যাপক পরিচিতি পান অনন্ত জলিল। তিনি এখন সুপার স্টার। দর্শক এত দিন তাঁর বাংলা ও ইংরেজি, দুই ভাষার সংলাপই শুনেছেন। কিন্তু অনন্ত জলিলের ভক্তদের জন্য সুখবর তিনি এবার গান গাইতে চলেছেন, শুধু বাংলায় নয়, হিন্দিতেও গাইতে শোনা যাবে এই সুপার স্টারকে।
বেসরকারি রেডিও স্টেশন নেক্সট এফএমের এক অনুষ্ঠানে তাঁকে বাংলা ও হিন্দিতে গান গাইতে শোনা যাবে। অনুষ্ঠানটি এরই মধ্যে ধারণ করা হয়েছে। আর গান পরিবেশনের সময় অনন্ত জলিলের সঙ্গে ছিলেন নায়িকা ও স্ত্রী বর্ষা।
চিত্রনায়িকা বর্ষাও অবশ্য কম যাননি। তিনিও সমান তালে উৎসাহ দিয়েছেন সুপারস্টার স্বামীকে। গানে গানে অনন্ত এই অনুষ্ঠানে বর্ষাকে ভালোবাসার কথা জানিয়েছেন। এমনটাই দেখা যায় রেডিও কর্তৃপক্ষের ছাড়া একটি ভিডিওচিত্রে।
অনন্ত ও বর্ষার এই গানের অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ সোমবার ৯টা ৩০ মিনিটে রেডিও নেক্সট ৯৩ দশমিক ২ এফএমে।