অনেক প্রতিকূলতায় করেছি ‘জালালের গল্প’ : মৌসুমি হামিদ
ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’ গত ৪ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পেয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় ছবিটি। এরই মধ্যে ছবিটি বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
ছবির নায়িকা মৌসুমি হামিদ বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যে কাজটি শেষ করেছি। সন্তান সুন্দর করে লালনপালন করলে সে ফল দেবেই।’
কী ধরনের প্রতিকূলতা—জানতে চাইলে এনটিভি অনলাইনকে মৌসুমি বলেন, ‘আমরা যখন এই ছবির শুটিং করছিলাম, তখন দেশের অবস্থা ভালো ছিল না। প্রতিদিনই মানুষ পুড়ছে, লাগাতার অবরোধ, কেউ শুটিং করছে না।
আমাদের তো আগে থেকেই শিডিউল দেওয়া ছিল; কিন্তু অবরোধে কীভাবে যাব ভেবে পাচ্ছিলাম না। রাতের বেলায় কয়েক ঘণ্টার জন্য অবরোধ তোলা হয়, সে সময়ের মধ্যে স্পটে গিয়ে পৌঁছাতে হবে। চার দিনের শুটিংয়ে রাতের বেলায় বের হলাম। ড্রাইভার যেভাবে গাড়ি টানছে, দেখে ভয় লাগল। কারণ, ভোর ৬টার মধ্যে হোতাপাড়া পৌঁছাতে হবে। রাস্তায় অবরোধকারীরা আটকাল, তারা নায়িকা দেখতে চায়! আমি তো ভয়ে মরে যাই অবস্থা। কোনোভাবে গাড়ির সিটের তলায় গিয়ে লুকিয়ে থাকি। পুরো ছবির শুটিং এভাবেই শেষ হয়েছে। কিন্তু আমরা কাজটি সবাই অনেক ভালোবাসা থেকে করেছি। যার ফল আসলে এখন পাচ্ছি। দর্শককে ধন্যবাদ, ভালো কাজের প্রতি আগ্রহটা আরো বেড়ে গেল।’
‘জালালের গল্প’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমি হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছে চিরকুট। নির্মাতা আবু শাহেদ ইমন।
‘জালালের গল্প’ ছবিটি ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত ১৯তম বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পায়। উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিল এটি। একই বছরের নভেম্বরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) প্রথমবারের মতো আয়োজিত হওয়া ‘এ উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা’ বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছিল ছবিটি। গত ফেব্রুয়ারিতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত সপ্তম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ছবিটি। সেখানে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পান নির্মাতা আবু শাহেদ ইমন। এ ছাড়া গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত ও প্রশংসিত হয়।