শিল্পের সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না : সালমান
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে জোর আলোচনা চলছে ভারতে। বলিউডেও এ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন তারকারা। অনেক বিষয়ে তাঁদের মতভেদও সুস্পষ্টভাবে ফুটে উঠেছে সাম্প্রতিক সময়ে। সুপারস্টার সালমান খান সরাসরি জানিয়েছেন, রাজনীতির প্রভাব অভিনয়জগতে প্রবেশ করা অনুচিত। মহারাষ্ট্রে পাকিস্তানি শিল্পীদের প্রবেশে নিষেধাজ্ঞা জ্ঞাপনের আদেশ কোনোমতেই মানতে পারেননি এই তারকা, জানা গেল এনডিটিভির খবরে।
এ বিষয়ে সালমান বলেন, ‘রাজনীতি আর শিল্প কখনোই একসঙ্গে মেশানো ঠিক নয়। সাধারণ মানুষ কখনোই এমন চায় না। এখন সবকিছু ডিজিটাল প্রযুক্তির আওতায় এসে গেছে। ভারতীয় দর্শকরা সব ধরনের অনুষ্ঠান দেখতে চায়, এর মধ্যে পাকিস্তানি অনুষ্ঠানও রয়েছে। শিল্প আর বিনোদনে কখনোই কোনো সীমারেখা থাকা উচিত নয়।’
কোন শিল্পীকে অনুষ্ঠান বা সিনেমার জন্য কাস্টিং করা হবে, এমন বিষয় পুরোপুরিই নির্মাতার সৃষ্টিশীল সিদ্ধান্তের এখতিয়ারে পড়ে বলে মনে করেন সালমান। ‘যদি চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য একজন পাকিস্তানি শিল্পীর প্রয়োজন পড়ে, তাহলে নির্মাতার সিদ্ধান্তে কেউই মাথা গলাতে পারেন না। পাকিস্তানে বলিউডের বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে, আর এই প্রতিবেশী রাষ্ট্র থেকে বলিউডের অনেক উপার্জনও তো হয়’, বলেন তিনি।
গত মাসে বিখ্যাত পাকিস্তানি গজল গায়ক গুলাম আলী রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ভারতে নিজের কনসার্ট বাতিল করতে বাধ্য হন। বলিউডি ছবিতে কাজ করতে থাকা দুই পাকিস্তানি অভিনয়শিল্পী মাহিরা খান ও ফাওয়াদ খানের দিকেও শ্যেনদৃষ্টি রয়েছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার।