গুরুতর আহত হননি মাহফুজ ভাই : মম
‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং করতে গিয়ে অভিনেতা মাহফুজ আহমেদ আহত হয়েছেন বলে গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয় গতকাল রোববার। সেখানে বলা হয়, শুটিং করার সময় অভিনেত্রী মমর হাতে ধরা পিস্তলের আঘাতে মাহফুজ আহত হন। নাটকের এই শুটিং চলছিল থাইল্যান্ডে। বিষয়টি জানার জন্য এনটিভি অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় মমর সঙ্গে।
মাহফুজ আহমেদের আহত হওয়া নিয়ে মম বলেন, ‘শুটিং চলাকালে দুর্ঘটনায় তেমন কিছুই হয়নি মাহফুজ ভাইয়ের। তিনি গুরুতর আহত হননি। অল্প একটু ব্যথা পেয়েছিলেন। যা হোক এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন। ব্যথার কারণে কোনো ওষুধও নিতে হচ্ছে না। মানে একদম স্বাভাবিক আছেন তিনি। ভালোভাবে শুটিংও করছেন।’
এদিকে এই নাটকের আরো এক সহ-অভিনেতা মিশু সাব্বিরও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘মাহফুজ ভাই এখন ভালো আছেন। চিন্তার কোনো কারণ নেই।’
গেল ৭ ডিসেম্বর নাটকটির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যায় ‘স্যাটারডে নাইট’-এর পুরো ইউনিট। নাটকটি পরিচালনা করছেন রায়হান খান। নাটকটিতে অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে কাজ করছেন মম। এবারই প্রথম দেশের বাইরে শুটিং করছেন মম। সবকিছু ভালোভাবেই হচ্ছিল কিন্তু গেল শুক্রবার শুটিং করতে গিয়ে অসাবধানতাবশত একটি ছোট দুর্ঘটনা ঘটে যায়। শুটিংয়ের দৃশ্যটি এমন ছিল যে মম পিস্তল দিয়ে মাহফুজ আহমেদকে আঘাত করবেন। সেটাই করছিলেন মম। কিন্তু সে সময় মাহফুজ আহমেদ সত্যিই একটু আঘাত পান। তবে সেই আঘাত খুব গুরুতর ছিল না-এমনটিই জানান মম। এ বিষয়ে মাহফুজ আহমেদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, সেটা সম্ভব হয়নি।