অভিনেত্রী ইশানার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা
মডেল ও অভিনয়শিল্পী মৌনিতা খান ইশানার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন টিভি নাটকের প্রযোজক প্রেম। বাংলাভিশনে প্রচারিত ও ইশানা অভিনীত মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকটি প্রযোজনা করছেন প্রেম।
কায়সার আহমেদ পরিচালিত নাটকটিতে অভিনয় করছেন ইশানাসহ আরো অনেকে। প্রযোজক প্রেম দাবি করেছেন, গত ৭ জানুয়ারি উত্তরার একটি শুটিং হাউসে নাটকের শুটিং চলাকালে মেকআপ রুমে ইশানা তাঁকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে প্রযোজক প্রেম বলেন, ‘ইশানা আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছেন, যা সত্যি নয়। এ ছাড়া আমার নাটকে ইশানা বিভিন্ন সময়ে শিডিউলও ফাঁসিয়েছেন। দুপুরে সেটে আসতেন আর কাউকে কিছু না বলে সন্ধ্যা ৭টায় তিনি চলে যেতেন। এভাবে কি শুটিং করা সম্ভব? তাই ৩ ফেব্রুয়ারি ইশানার বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় এক কোটি টাকার মানহানি মামলা করেছি আমি। আমার কাছে ইশানার কথার রেকর্ডসহ অনেক প্রমাণ রয়েছে।’
ঘটনা গত ৭ জানুয়ারি ঘটেছে, তাহলে এত পরে মামলা কেন করেছেন—জানতে চাইলে প্রেম বলেন, ‘ঘটনার প্রথম দিন থেকেই মামলা করার প্রস্তুতি নিয়েছিলাম। সব মিলিয়ে একটু দেরি হয়েছে।’
অন্যদিকে অভিযোগ সম্পর্কে অভিনেত্রী ও মডেল ইশানা বলেন, ‘আমি মামলা সম্পর্কে এখনো কিছু জানি না। পুরো বিষয়টিতে আমি অনেক অবাক হয়েছি। তবে এটা সত্যি, ওই প্রযোজকের সঙ্গে আমি আর কাজ করছি না। কারণ, শুটিং চলাকালীন নানাভাবে তিনি আমাকে বিরক্ত করতেন। সেগুলো বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে আমি মিডিয়ায় কাজ করেছি; কিন্তু এ ধরনের পরিস্থিতিতে আমাকে কখনো পড়তে হয়নি। মিডিয়ায় পরিচ্ছন্নভাবে কাজ করি আমি। এটা কারো অজানা নয়।’
বর্তমানে ইশানা ‘একুশের চেতনা’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করছেন বলে জানান।