চার সপ্তাহের জন্য জামিন পেলেন ইশানা
প্রযোজকের করা এক মালমায় আজ হাজিরা দিয়ে জামিন নিলেন অভিনেত্রী মৌনিতা খান ইশানা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন এই শিল্পী। ঢাকার সিএমএম আদালতের বিচারক মো. মারুফ হোসেন ১০ হাজার টাকার মুচলেকায় ইশানার জামিন মঞ্জুর করেন। এই মামলায় গত ৩ এপ্রিল হাইকোর্ট থেকে ফৌজদারি বিবিধ মামলা নং ১২৬৭৭/১৬ মোতাবেক চার সপ্তাহের জামিন পান এই অভিনেত্রী।
এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক প্রেম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি সব প্রমাণসহ আদালতে কাগজপত্র দাখিল করেছি। এখন যা করবার তা আইনই করবে। একজন শিল্পীর যদি প্রযোজক বা পরিচালকের প্রতি শ্রদ্ধা না থাকে তবে আমরা কীভাবে ভালো কিছু উপহার দিব? এ ধরনের অনেক ঘটনাই আমাদের মিডিয়াতে ঘটে, যা আমরা গোপন করে যাই। এতে করে যারা অন্যায় করে তারা আরো বেশি অন্যায় করতে থাকে। আমি চেয়েছি এ ধরনের ঘটনা যেন অন্য কারো বেলায় না হয়।’
গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা প্রেম, মৌনিতা খান ইশানার বিরুদ্ধে আদালতে একটি মানহানির মামলাসহ ও গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরো একটি মামলা দায়ের করেন।
মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, শুটিং সেটে তাঁর অনুপস্থিতে ইশানা তাঁকে গালাগালি করেছেন, সাথে তাঁর নিজের ফেসবুকে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন, যাতে বাদীর সুনামহানি হয়। সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে এ মামলা করেন তিনি।
২০০৮ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রথম রানার আপ হয়েছিলেন মৌনিতা খান ইশানা। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।