ঢাকা মাতাবেন কারিনা, সঙ্গে অনন্ত জলিল
আজ বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল বলিউডের সাড়া জাগানো নায়িকা কারিনা কাপুরের। কিন্তু বিশেষ কারণে তিনি আজ আসতে পারছেন না। আগামীকাল শুক্রবার তিনি ঢাকায় এসেই ছুটবেন মঞ্চের দিকে। সন্ধ্যা সাড়ে ৬টার পর কারিনার মঞ্চে ওঠার কথা রয়েছে। তাঁর সাথে বিশেষ নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশের আলোচিত নায়ক আব্দুল জলিল অনন্ত।
অনুষ্ঠানটি আয়োজক অন্তর শোবিজের কর্নধার স্বপন চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামীকাল দুপুরের একটি ফ্লাইটে ঢাকায় আসছেন কারিনা কাপুর। বিশেষ কারণে তিনি আজ আসতে পারছেন না। যেহেতু আমাদের অনুষ্ঠান সন্ধ্যায়, সেহেতু আমাদের কোনো সমস্যা নেই। ঢাকায় দুটি হোটেলে উনার জন্য বুকিং দিয়েছি। ওয়েস্টিন ও সোনারগাঁয় আমরা তাঁর জন্য ব্যবস্থা রেখেছি। আমরা অনুষ্ঠানটি করছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সন্ধ্যায় তিনি স্টেজে উঠবেন।’
কারিনা কাপুর মঞ্চে কতক্ষণ থাকবেন জানতে চাইলে স্বপন চৌধুরী বলেন, ‘এর আগে বাইরের যত শিল্পী এসেছেন তাঁদের বেশির ভাগই দর্শকের সামনে খুব বেশি থাকেননি। আমরা এই বিষয়টা চিন্তা করেছি । কারিনা কাপুর আমাদের অনুষ্ঠানের বেশির ভাগ সময়ই থাকবেন। তাঁকে দিয়েই আমরা পুরো অনুষ্ঠান সাজিয়েছি।’
মঞ্চে নায়ক অনন্ত জলিলের সাথে কারিনা কী করবেন জানতে চাইলে স্বপন চৌধুরী বলেন, ‘এটা অনুষ্ঠানের বড় চমক, যে কারণে এটি নিয়ে আমরা কিছু বলতে চাই না। তবে তাদের নিয়ে বিশেষ চমক থাকবে। এজন্য নায়ক অনন্ত কিছুদিন অনুশীলনও করেছেন। আসলে নায়ক অনন্তর কাছে আমাদের দেশের মানুষের কিছু প্রত্যাশা তৈরি হয়েছে, যার কিছুটা হলেও এই অনষ্ঠানের মাধ্যমে আমরা পূরণ করার চেষ্টা করব।’
আগামীকালের অনুষ্ঠানে কারিনা কাপুর ছাড়াও থাকবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুর।