সোনম ফিরলেন শুটিংয়ে
সোয়াইন ফ্লুর কবল থেকে সেরে উঠেছেন বেশ কিছুদিন হলো। এর পর বাড়িতে বিশ্রাম নিয়েছেন খানিকটা সময়। কিন্তু আর কত দিন? কাজেই সোনম কাপুর মানে মানে ফিরলেন শুটিংসেটে! মহানন্দে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে মিলল তাঁর প্রত্যাবর্তনের ছবি। এনডিটিভির খবর অনুযায়ী, এই শুটিংয়ের জন্য ১৭ মার্চ উদয়পুর পৌঁছেছেন সোনম।
গোলাপি আর কমলা রঙের পোশাকে দিব্যি হাসিখুশি এক ছবি পোস্ট করেছেন টুইটারে। ছবিটি তোলা হয়েছে উদয়পুরের কুম্ভলগড় কেল্লায়। সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির শুটিং এখন চলছে সেখানে। সোনমের সহ-অভিনেতা সালমান খান, অনুপম খেরসহ পুরো টিমই এখন সেখানে অবস্থান করছে।
ছবিতে আরো অভিনয় করছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অলোক নাথ, মনীশ বেহেল। নব্বই দশকের রোমান্টিক নায়ক আরমান কোহলি এ ছবির মাধ্যমে আবারও ফিরছেন বড় পর্দায়। সঙ্গীতায়োজনে রয়েছেন হিমেশ রেশামিয়া, গীতিকার ইরশাদ কামিল। দিওয়ালির সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্রেম রতন ধান পায়ো’র।
এই ছবির শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছিলেন সোনম। রাজকোটের গন্ডাল নামক এলাকায় তখন চলছিল শুটিংয়ের কাজ। স্বাস্থ্য পরীক্ষায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তাঁকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছিল।
গত ১ মার্চ মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় সোনমকে। শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ৭ মার্চ। এর পর এতদিন নিজের বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন অনিল কাপুরতনয়া।