পল ওয়াকার স্মরণ
মেয়ের নাম পলিন রাখলেন ডিজেল
পল ওয়াকার। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ব্রায়ান ও’কনার। ঠান্ডা মাথার এক পুলিশ অফিসার। ভালোবাসার টানে যে যোগ দিয়েছিল রেসারদের সঙ্গে। হয়ে উঠেছিল তাদের পরিবারের একজন।
ছবিতে যেমন তাঁরা পরিবার, তেমন ছবির বাইরেও। তাই তো গতি যখন বাস্তব জীবনে পল ওয়াকারের জীবন কেড়ে নেয়, তখন বড় পর্দার মতো নিজেদের জীবনেও তাঁর অভাববোধ হয়।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ডমিনিক টরেটো, বাস্তবের অভিনেতা ভিন ডিজেল গত সপ্তাহে কন্যাসন্তানের বাবা হয়েছেন। পল ওয়াকারের প্রতি সম্মান জানিয়ে মেয়ের নাম ‘পলিন’ (Pauline) রেখেছেন ভিন ডিজেল ও তাঁর বান্ধবী পালোমা জিমেনেজ। পলিন তাঁদের তৃতীয় সন্তান।
এ প্রসঙ্গে ডিজেল বলেন, ‘মেয়ের মুখটা যখন দেখলাম, তখন পলের কথা খুব মনে পড়ছিল। আমার মনে হয়েছে, ও আমার সঙ্গেই দাঁড়িয়ে আছে। পলকে আমাদের পরিবারে, আমাদের জগতে রেখে দেওয়ার জন্যই ওর নামের সঙ্গে মিল রেখে পলিনের নাম রেখেছি আমরা।’