পল ওয়াকারের শেষ স্মৃতি
আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সপ্তম কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’। ছবির অন্যতম অভিনেতা পল ওয়াকারের শেষ স্মৃতি এটি। ২০১৩ সালের ৩০ নভেম্বর এক গাড়ি দুর্ঘটনায় মারা যান সিরিজের জনপ্রিয় চরিত্র ব্রায়ান ও’কর্নারের অভিনেতা পল ওয়াকার।
সিরিজের এই ছবিতে অভিনয় করেছেন ভিন ডিজেল, পল ওয়াকার, ডাউনি জনসন, মিশেল রদ্রিগেজ, নাথালি ইমানুয়েলসহ আরো অনেকে।
এবারের গল্প প্রতিশোধের। ডমিনিক (ভিন ডিজেল), ব্রায়ান (পল ওয়াকার) এবং তাঁদের সহযোগীরা ‘গডস আই’ নামে একটি ডিভাইস হাতে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ডিভাইসটির নকশা করেছেন হ্যাকার রামসে (ইমানুয়েল)।
কিন্তু এটি ছিল ডেকার্ড শর (জেসন স্ট্যাথাম) সাজানো নাটক। শর ছোট ভাই মারা পড়েছিল ডমিনিকদের হাতে। তারই প্রতিশোধ নিতে চায় সে। আর এই লড়াই চলতে থাকে যুক্তরাষ্ট্র থেকে আজারবাইজান, দুবাই ও লস অ্যাঞ্জেলেসে।
ক্রিস মরগ্যানের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন জেমস ওয়ান। সিরিজের সপ্তম কিস্তি হলেও গল্পটি মূলত শুরু হবে তৃতীয় কিস্তি টোকিও ড্রিফটের পর থেকে।
ফাস্ট সেভেনে রয়েছে দুর্দান্ত সব স্টান্ট, যা প্রথমবারের মতো দেখবেন দর্শক। এ ছবিতেই প্রথম আকাশ থেকে গাড়ি পড়তে দেখা যাবে। সে সঙ্গে রেসিং এবং অ্যাকশনের সমন্বয় তো থাকছেই বরাবরের মতো।
গত ১৬ মার্চ ক্রোয়েশিয়ায় ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল। আর বিশ্বব্যাপী এটি মুক্তি পেল আজ। অন্যদের মতো বাংলাদেশের দর্শকও হলে বসে এই ছবি দেখার সুযোগ পাবেন। ঢাকার স্টার সিনেপ্লেক্সে চলছে ছবিটি।