‘লাভ ম্যারেজ’ শেষে এপ্রিলে ঢাকায় ফিরবেন শাকিব-অপু
হেলিকপ্টারে চড়ে কক্সবাজার পৌঁছেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর ও সাদেক বাচ্চু। কারণ, সেখানেই ফেলা হয়েছে পরিচালক শাহিন সুমনের ‘লাভ ম্যারেজ’ ছবির সেট।
পরিচালক শাহিন সুমন বলেন, “কক্সবাজারে আমাদের ছবির শেষ অ্যাকশন দৃশ্য আর কয়েকটি গানের শুটিং হবে। ১৯ মার্চ আমরা অ্যাকশন দৃশ্যের মাধ্যমে শুটিং শুরু করি। ছবির শেষ মারামারিটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এই মারামারির পর সবাই সুখে-শান্তিতে বসবাস করে। এই ফাইটে প্রায় সব অভিনেতাকেই উপস্থিত থাকতে হয়, আবার এই অংশের আয়োজনও থাকে অনেক বেশি। ‘লাভ ম্যারেজ’ ছবির শেষ ফাইটে শাকিব হেলিকপ্টারে উড়ে এসে ফাইট করেন। ১৯ মার্চ শাকিব ও অপু যেহেতু আসছে, তাই আমরা হেলিকপ্টার ভাড়া করেছিলাম। হেলিকপ্টারের দৃশ্যগুলো আমরা সেদিনই শেষ করেছি। একটা গানের শুটিং করেছি। গুরুত্বপূর্ণ অনেক দৃশ্যের শুটিং শেষ করেছি। ১৯ মার্চ থেকেই আমরা টানা শুটিং করছি। শাকিব-অপুর ‘লাভ ম্যারেজ’ শেষ করে আগামী ৫ এপ্রিল আমরা ঢাকায় ফিরব।”
ছবির গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘আমি প্রেমের ছবিই বেশি তৈরি করেছি। দর্শক আমাকে পছন্দ করে, কারণ সব সময় চেষ্টা করি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে। এই ছবিতে শাকিবকে আমি উপস্থাপন করছি পুরান ঢাকার একজন ছেলে হিসেবে। সে বাপদাদার ঐতিহ্য ধরে রেখে সাদা শার্ট, লুঙ্গি পরে চলাফেরা করে। কথা বলে ঢাকাইয়া ভাষায়। শাকিব কিছুতেই তার পুরান ঢাকার সাজপোশাক বদলাতে চায় না। এটা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের মিষ্টি এক লড়াই দেখা যাবে ছবিতে।’
গত ১০ মার্চ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় শাহিন সুমন পরিচালিত নতুন এই ছবির কাজ। ঢাকার অদূরে পুবাইলে শাকিবের শুটিং হাউস স্পট ‘জান্নাত হাউসে’ মহরতের মাধ্যমে শুরু হয় এই ছবির দৃশ্য ধারণ। পাঁচ দিন সেখানেই দৃশ্যধারণের পর শুটিং ইউনিটটি কক্সবাজার চলে যায়। ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর।