সরে গেলেন ‘ফিফটি শেডস অব গ্রে’-এর পরিচালক
আলোচিত-সমালোচিত হলিউডি রোমান্টিক ছবি ‘ফিফটি শেডস অব গ্রে’-এর পরিচালক স্যাম টেলর জনসন আর পরিচালনা করবেন না সিরিজের অন্য ছবিগুলো।
নিজের সরে যাওয়ার খবর জানিয়ে স্যাম বলেন, ‘ফিফটি শেডস অব গ্রে পরিচালনা করা আমার জীবনের অন্যতম আনন্দদায়ক অভিজ্ঞতা। এ জন্য প্রযোজনা সংস্থা ইউনিভার্সালের প্রতি আমি কৃতজ্ঞ। এই ছবি-সংশ্লিষ্ট সবার সাথেই আমার ভালো সম্পর্ক রয়েছে এবং সেটা থাকবে।’
এইস শোবিজ ডটকমকে স্যাম জানান, ‘ছবিটির পরবর্তী দুই সিক্যুয়াল আমি আর পরিচালনা করছি না। তবে যাঁরাই এর দায়িত্ব পালন করুক, তাঁদের সাফল্য কামনা করছি এবং আমার শুভকামনা তাঁদের জন্য সব সময়ই থাকবে।’
স্যাম নিজে তাঁর প্রস্থানের আসল কারণ না জানালেও সেটা বুঝতে কারো তেমন সমস্যা হয়নি। ‘ফিফটি শেডস অব গ্রে’ উপন্যাসের লেখিকা ই এল জেমসের সাথে বিবাদের সূত্র ধরেই স্যামের এই সিদ্ধান্ত। আর সে জন্যই স্যামের সাথে সাথে ছবির চিত্রনাট্যকার কেলি মার্সেলও এই সিরিজের সাথে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ছবিটির সিক্যুয়াল ‘ফিফটি শেডস ডার্কার’ নিয়ে ব্যস্ত আছে প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল। তবে সিক্যুয়ালের চিত্রনাট্য এবং পরিচালনার ভার কারা নেবেন তা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি সংস্থাটির পক্ষ থেকে।
ছবির মূল দুই ব্যক্তি সরে গেলেও পরিকল্পনামাফিক ২০১৬ সালের শুরুতেই সিক্যুয়ালের শুটিং শুরু হবে, যেখানে আগের মতোই অভিনয় করবেন জ্যামি ডোরনান, ডাকোটা জনসন।