জন্মদিন যেভাবে কাটালেন শাকিব খান
গতকাল ২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। কয়েক বছর ধরেই জন্মদিনে তেমন কোনো আনুষ্ঠানিকতা করেন না শাকিব। চলতি মাসের ১৯ তারিখ থেকে শাকিব খান কক্সবাজারে ‘লাভ ম্যারেজ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী ২ এপ্রিল কক্সবাজারে শুটিং শেষ করে ওই দিনই সিলেট যাবেন একটি গানের শুটিং করতে। ৫ এপ্রিল তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
‘লাভ ম্যারেজ’ ছবির পরিচালক শাহিন সুমন বলেন, “গতকাল শাকিবের জন্মদিন ছিল। শনিবার সকাল থেকেই উনি সারাদিন শুটিং করেছেন। প্রতিদিনের মতোই শাকিব সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে অংশ নেন। সারাদিনে আমরা শাকিব আর অপু বিশ্বাসের কয়েকটি দৃশ্য শুট করেছি। কিন্তু সন্ধ্যার পর আমরা কোনো শুটিং করিনি। সন্ধ্যার সময় আমরা শাকিবের জন্মদিনের কেক কেটেছি। রাত ৯টায় হোটেল কক্সটুডেতে ঘরোয়া পরিবেশেই এই ছোটখাটো পার্টি হয়। শাকিবের জন্মদিনে আমরা দুটো কেক কেটেছি। একটা হোটেল কক্সটুডের মালিক উপহার দিয়েছেন। আরেকটি ‘লাভ ম্যারেজ’ ছবির ইউনিটের পক্ষ থেকে কাটা হয়। অনেক রাত পর্যন্ত আমরা মজা করেছি। আজ ২৯ মার্চ সকাল থেকে আমরা আবার ছবির শুটিং শুরু করেছি।”
গত ১০ মার্চ, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় শাহিন সুমন পরিচালিত নতুন এই ছবির কাজ। ঢাকার অদূরে পুবাইলে শাকিবের শুটিং হাউস স্পট ‘জান্নাত হাউসে’ মহরতের মাধ্যমে শুরু হয় এই ছবির দৃশ্যধারণ। পাঁচদিন সেখানেই দৃশ্যধারণের পর শুটিং ইউনিটটি চলে যায় কক্সবাজার। ছবিটি প্রযোজনা করছেন তাপশী ঠাকুর।