কালজয়ী গান শুনে নস্টালজিক হই : বাপ্পা মজুমদার
নিজের স্টুডিওতেই বেশির ভাগ সময় কাটান সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। পাশাপাশি গানের ভুবন নিয়ে ব্যস্ত এই শিল্পী এনটিভির জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘গীতিময়’-এর উপস্থাপনা করছেন নিয়মিত।
আজ রাত ৯টায় ‘গীতিময়’ অনুষ্ঠানটি প্রচারিত হবে এনটিভিতে। অনুষ্ঠানের এবারে আমন্ত্রিত অতিথি প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য্য। তাঁর পছন্দের গান পরিবেশন করবেন শিল্পী অলক চট্টোপাধ্যায় ও মিমি।
‘গীতিময়’ অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “গান নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। এই অনুষ্ঠানের উপস্থাপনা অনেক দিন ধরে করছি। উপস্থাপনা আমার কাজ নয়। ‘গীতিময়’ অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পীদের কালজয়ী গান পরিবেশন করা হয়। তাই উপস্থাপনা করতে আমি কখনো বিরক্ত হইনি বরং অনেক উপভোগ করছি। কালজয়ী গানগুলো শুনে আমি নিজেই অনেক সময় নস্টালজিক হয়ে যাই।”
‘গীতিময়’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান ইউসুফ খান। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘গান নিয়ে তো অনেক অনুষ্ঠান হয়। কিন্তু এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য অন্য সবার চেয়ে ভিন্ন। গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সুরকারদের স্মৃতিচারণা অনুষ্ঠানটিকে অনেক উজ্জ্বল করে তোলে। অনুষ্ঠানটি নিয়ে শ্রোতা-দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পাই আমরা।’