চঞ্চল -বাপ্পার হাতে টেলিসিনে অ্যাওয়ার্ড ২০২৩
ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ডসের ২০তম আসর কলকাতা নজরুল মঞ্চ বসেছিল গত রবিবার (৪ জুন)। কলকাতার একাধিক তারকার পাশাপাশি এবারের পুরস্কার উঠে বাংলাদেশের শিল্পীদের হাতেও। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার।
পুরস্কারটি পেয়ে বেশ উচ্ছ্বসিত বাপ্পা। এ নিয়ে তিনি ফেসবুক প্রোফাইলের পোস্টে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য আমি ২০ তম টেলিসিনে অ্যাওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি।
রবিবার (৪ জুন) কোলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।’
সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সঙ্গে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন।’
এদিকে, শুধু বাপ্পা মজুমদারই নয়। টেলিসিনে অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার উঠে চঞ্চল চৌধুরীর হাতে। অন্যদিকে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেন।