দীপিকাকে সোনাক্ষী
বিয়ের আগে যৌনতাই ক্ষমতায়ন নয়
নারীর ক্ষমতায়ন বিষয়ে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বক্তব্যের বিরোধিতা করেছেন আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
নারীর ক্ষমতায়ন বিষয়ে সম্প্রতি ‘মাই চয়েস’ নামে একটি ভিডিও নির্মাণ করেন পরিচালক হোমি আদাজানিয়া, যেখানে নেপথ্যে কণ্ঠ দেন দীপিকা পাড়ুকোন। আড়াই মিনিটের এই ভিডিওতে দীপিকাসহ রয়েছেন আরো ৯৮ নারী। তাঁদের মধ্যে কেউ সাধারণ, কেউ বা নিজের কর্মক্ষেত্রে সফল।
ভিডিওটিতে নারীর ক্ষমতায়নের বিষয়ে দীপিকা বলেন, ‘নারীর জীবনটা তার ইচ্ছার ওপরই প্রতিষ্ঠিত। অন্য কারো ইচ্ছায় নারীকে চালনা করার ধারণাটা ভুল এবং নারীরা যেন তার বিরোধিতা করে।’
স্পর্শকাতর বেশ কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যে কারণে ভিডিওটি অনলাইনে ছাড়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে কথা চালাচালি চলছে। এবার সোনাক্ষী সিনহাও বিরোধিতা করলেন দীপিকার বক্তব্যের।
ভিডিওতে দীপিকার বক্তব্যের ব্যাপারে সোনাক্ষীর প্রতিক্রিয়া জানতে চাইলে এনডিটিভিকে সোনাক্ষী বলেন, ‘নারীর ক্ষমতায়ন সব সময় নিজের পছন্দমতো কাপড় পরা বা শারীরিক সম্পর্কে জড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার মনে হয়, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করা সম্ভব তার কাজের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে।’
সোনাক্ষী আরো বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিয়ে ভিডিও নির্মাণের উদ্যোগটি অবশ্যই ভালো। কিন্তু আমি মনে করি, সেসব নারীর ক্ষমতায়নে জোর দেওয়া উচিত, যারা অভাবে বড় হয়েছে; কখনো ঘর ছেড়ে বের হয়নি। আমাদের মতো যারা বিলাসিতায় বড় হয়েছে, তাঁদের চেয়ে প্রান্তিক নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা বেশি জরুরি।’
সোনাক্ষী মনে করেন, শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্তের কথা ভেবেই ভিডিওটি তৈরি করা হয়েছে। ক্ষমতায়ন শুরু করতে হবে গ্রাম থেকে, যেখানে নারীরা আসলেই ক্ষমতাবঞ্চিত।