টমেটো ভয় পান ক্যাটরিনা!
‘এক থা টাইগার’ ছবিতে রীতিমতো ‘টাইগার’ সালমানের সাথে প্রেম করতে একটুও ভয় পাননি ক্যাটরিনা! বাঘে যার ভয় নেই, তাকে তো সাহসীই বলতে হবে। কিন্তু এমনই সাহসী এক মেয়ের আছে এক বিচিত্র ভয়। ভূত প্রেত বা ভয়ংকর প্রাণী নয়, ‘টমেটো’কে ভীষণ ভয় পান ক্যাটরিনা! স্কুপহুপের খবর ঠিক হয়ে থাকলে আপনি ঠিকই পড়ছেন, নিরীহ সবজি- টমেটোকেই ভয় পান ক্যাটরিনা কাইফ!
প্রতিটি মানুষেরই কমবেশি কোনো না কোনো বিষয়ে বিচিত্র ভয় কাজ করে, যাকে আমরা ফোবিয়া বলতে পারি। বলিউড আকাশের তারকারাও তো দিনশেষ মানুষ, কাজেই তাদের এমন ফোবিয়া থাকা বিচিত্র কিছু নয়। তবে ক্যাটরিনার এই ‘টমেটো’ ফোবিয়া যে একটু বেশিই উদ্ভট, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।
এ প্রসঙ্গে হয়তো দর্শকের মনে পড়ে যেতে পারে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির সেই টমেটো উৎসবের দারুণ গানটির কথা। ওই গানে তো ক্যাটরিনা ইচ্ছামতো লাখ লাখ টমেটোর স্তূপে লাফালাফি ও মাখামাখি করেছিলেন! হ্যাঁ, ক্যাটরিনা ভেবেছিলেন যে এই গানে পারফর্ম করে তাঁর এই ‘টমেটোভীতি’ হাওয়া হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, এই গানের পর ভয়টা তার আরো চরম হয়েছে। এমনকি কয়েকদিন মিলিয়ন ডলার পারিশ্রমিকের একটি কাজের প্রস্তাব তিনি এককথায় নাকচ করে দিয়েছেন। কারণ, কাজটি ছিল একটি টমেটো কেচাপ ব্র্যান্ডের প্রচারণায় কাজ করা!
এই বিচিত্র ফোবিয়াটি ছাড়াও ক্যাটরিনার অবশ্য আরেকটি সচরাচর ভয় রয়েছে। উচ্চতাতেও ভীষণ ভয় তাঁর! আর হ্যাঁ ভাববেন না টমেটোর চেহারা দেখে ভয় পেয়ে যান ক্যাটরিনা, টমেটো খেতে হবে সেটা ভাবলেই ভয়ে সিটিয়ে যান তিনি।