মুনের ‘কালের পুতুল’
চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন ভিট চ্যানেল আই টপ মডেল ২০১৪-এর দ্বিতীয় রানার আপ জান্নাতুন নূর মুন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির নাম ‘কালের পুতুল’। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আকা রেজা গালিব। বিজয়ী হওয়ার পর দুটি নাটকে অভিনয় করেছেন মুন। এবার চলচ্চিত্রে অভিনয় শুরু করতে যাচ্ছেন তিনি।
চলচ্চিত্রের জন্য প্রস্তুতি কেমন নিচ্ছেন জানতে চাইলে মুন বলেন, ‘চিত্রনাট্য পেয়েছি। প্রতিদিন একবার করে হলেও গল্পটা ভালোভাবে পড়ছি। নিজের চরিত্রটা বোঝার চেষ্টা করছি। প্রতিদিন চ্যানেল আইয়ের ভবনে আমাদের অনুশীলন হচ্ছে। আর অনুশীলনে আসার আগেও আমি বাসায় প্রাথমিক প্রস্তুতি নিচ্ছি।’
আপনার চরিত্রটি কী রকম? প্রশ্ন শুনে মুন জানালেন, ‘আমি এখানে মডেল থাকি। একসময় নেশাগ্রস্ত হয়ে আমার বাবা-মাকে খুন করি। এটি একটি থ্রিলার গল্প। আমরা দশজন শিল্পী এখানে কাজ করব। আশা করছি চলচ্চিত্রটি নির্মাণ হলে দর্শক ভিন্ন কিছু দেখতে পাবে।’
আসছে মে মাসের ২০ তারিখ থেকে ‘কালের পুতুল’ চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানান মুন।