দালাই লামার সঙ্গে সালমানের সাক্ষাৎ
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে ভারতের লাদাখে দেখা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এর শুটিংয়ের জন্য এক মাস ধরে লাদাখে আছেন সালমান। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সালমানের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছেন দালাই লামা। দালাই লামার সঙ্গে সাক্ষাতের সময় সালমানের সঙ্গে ছিলেন রোমানিয়ান বান্ধবী লুলিয়া ভান্তুর।
রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়াকেই সালমান বিয়ে করছেন—এমন গুজব অনেক দিন ধরেই বলিউডে ভেসে বেড়াচ্ছে। লুলিয়াও এখন লাদাখে রয়েছেন সালমানের শুটিং ইউনিটের সঙ্গে। নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর সেসব ছবি আপলোড করছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
‘টিউবলাইট’ ছবিটি পরিচালনা করছেন কবির খান। এই ছবিতে সালমানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।
এর আগে কবির খানের পরিচালনায় ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবি দুটিতে অভিনয় করেন সালমান।
আগামী বছরের ঈদে ‘টিউবলাইট’ ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।
গত ঈদে মুক্তি পায় সালমানের ছবি ‘সুলতান’। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের দেওয়া তথ্যমতে, ভারতে ও ভারতের বাইরে সব মিলিয়ে ‘সুলতান’ আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি। ভারতের বাইরে সবচেয়ে বেশি আয় করা বলিউডি ছবির তালিকায় সুলতানের অবস্থান এখন পঞ্চম। ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিতে সালমানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেন আনুশকা শর্মা।