মা-বাবাকে নিয়ে নতুন বাড়িতে উঠছেন সালমান?
মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এত দিন ধরে থাকতেন সালমান খান ও তাঁর পরিবারের সদস্যরা। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, খান পরিবারের পুরোনো সেই ঠিকানা বদল হচ্ছে।
ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, বান্দ্রা এলাকাতেই নতুন বাড়ি কিনেছেন সালমান খান। আর এখন থেকে সেই বাড়িতেই থাকবেন সালমানের বাবা বলিউডের নামকরা চিত্রনাট্যকার সেলিম খান ও সালমানের সৎমা সাবেক চিত্রনায়িকা হেলেন। তবে সালমানের ভাই আরবাজ, সোহেল থাকবেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই। বোন আলভিরা ও অর্পিতা রয়েছেন তাঁদের শ্বশুরবাড়িতে।
গুজব শোনা যাচ্ছে, সালমানের মা-বাবার সঙ্গে লুলিয়া ভান্তুরও থাকবেন নতুন বাড়িতে। রোমানিয়ান টিভি অভিনেত্রী লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের গুজব শোনা যাচ্ছে বেশ কয়েক মাস আগে থেকেই।
দিন দিন সে গুজব আরো জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, নভেম্বরেই নাকি সালমান-লুলিয়ার বিয়ে। সেই গুজবের পালে হাওয়া লাগাল সালমানের বাড়ি বদলের খবর। কী কারণে সালমানকে বাসা বদলাতে হচ্ছে?
অবশ্য সালমান বলেছেন ধৈর্য ধরতে। বার্তা সংস্থা আইএএনএসকে সালমান বলেন, ‘আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে, তখন বিয়ে করব। বিয়ে করলে সেটা টুইট করে সবাইকে জানাব। বিয়ে করলে সেটা ভক্তদের জানিয়েই করব।’
বর্তমানে ‘টিউবলাইট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন সালমান। লাদাখে ছবিটির শুটিংয়ে সালমানের সঙ্গে ছিলেন লুলিয়া। এমনকি সালমান যখন লাদাখে দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন, তখনো লুলিয়া ছিলেন তাঁর সঙ্গে। সব মিলিয়ে বিয়ে নিয়ে এখন শুধু সালমানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।