আজহারউদ্দিনের স্ত্রীর ভূমিকায় নার্গিস?
‘ম্যায় তেরা হিরো’র পর আর কোনো ছবিতে দেখা মিলছে না সুপারমডেল নার্গিস ফাখরির। বলিউডে এমন খালি খালি বসে থাকলে কতদিন চলবে? আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য বায়োপিকে তাঁকে দেখা যাবে সঙ্গীতা বিজলানির চরিত্রে, এমনই খবর এনডিটিভির। মিডিয়ায় মুচমুচে আলাপ তুলতে এমন চরিত্রই তো চাই!
এনডিটিভি অবশ্য সতর্কতা জারি রেখে বলছে, পুরো বিষয়টা এখনো গুজবের পর্যায়ে আছে। তবে সাম্প্রতিক সময়ে বলিউডে যত গুজব রটে, তা তো দিনশেষে খানিকটা হলেও বাস্তব হচ্ছেই। সে হিসেবে নার্গিসের এই রোলটি আমলে নিতেই পারেন সবাই।
অবশ্য ছবিটি মোটেও গুজব নয়। ভারতের এই বিতর্কিত তারকা ক্রিকেটারকে নিয়ে বানানো ছবিতে আজহারউদ্দিনের ভূমিকায় দেখা যাবে এমরান হাশমিকে, আর তাঁর প্রথম স্ত্রীর চরিত্রে দেখা যাবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর প্রাচি দেশাইকে। সে ছবিতে প্রাচি-এমরানের অন-স্ক্রিন কেমিস্ট্রি দারুণ আলোচিত হয়েছিল বটে! ছবিটি নির্মাণ করবেন অ্যান্থনি ডি সুজা।
নির্মাতারা নাকি এরই মধ্যে নার্গিসের সাথে এক দফা বৈঠক সেরে ফেলেছেন। এক বিশেষ সূত্র জানিয়েছে নার্গিসকে এ চরিত্রে নেওয়ার কারণ। ‘সঙ্গীতা বিজলানির মতোই নার্গিস ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এ জন্যই নির্মাতারা মনে করছেন যে এমন আবেদনময় চরিত্রের জন্য তাকে দরকার।’
আজহারউদ্দিনের এই বায়োপিকে তাঁর দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ সঙ্গীতা বিজলানির রোলটি কে করবেন- এ নিয়ে তুমুল আলাপ বলিউডে অনেক দিন ধরেই। কারিনা কাপুরের নাকি এ রোলটি করার কথা উঠেছিল। এরপর এসেছিল জ্যাকলিন ফার্নান্দেজ এবং কৃতি সানানের নাম। এমনকি প্রযোজক একতা কাপুর নাকি খোদ সঙ্গীতা বিজলানিকেও এ রোলে অভিনয় করার জন্য বলেছিলেন।
এ বিষয়ে অবশ্য নার্গিস বা নির্মাতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সুতরাং আপাতত অপেক্ষাই একমাত্র পন্থা!