শুটিংয়ে ফিরেছেন সালমান
গত কয়েকদিন যে ঝড় গেল তাঁর ওপর দিয়ে, কাহিল হয়ে যাওয়ার কথা রীতিমতো। কিন্তু সালমান খান সামলে নিয়েছেন ভালো মতোই। আপাতত জেলবাস শুরু হচ্ছে না, তাই ফিরে গেছেন ছবির কাজে। রেডিফের খবর থেকে জানা গেল, কাশ্মীরে রীতিমতো শুটিং করছেন সালমান খান।
কাশ্মীরে এ দফায় শুটিং হবে পাঁচ দিন। এই পাঁচ দিনের শুটিংয়ের সাথে সাথেই ‘বজরঙ্গি ভাইজান’ ছবির কাজ শেষ হবে। তারপর বাকি থাকে কেবল পোস্ট প্রোডাকশনের কাজ। আসছে ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। এর আগে বডিগার্ড, কিঁউ কি, ম্যায় অউর মিসেস খান্না ছবিতে একসাথে কাজ করেছেন তাঁরা। এ ছাড়া এ ছবিতে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং এমরান হাশমি।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিটির পরিচালক কবির খান। সালমানের রায় নিয়ে নির্ঘাত কম দুশ্চিন্তা ছিল না তাঁর! কাজেই ‘ভাইজান’-এর প্রত্যাবর্তনের খবর মহানন্দে টুইট করেছেন তিনি। ‘সালমান ফিরে এসেছেন, বজরঙ্গি ভাইজানের শেষ পাঁচ দিনের শুটিং বাকি এখন।’ কবির খান-সালমান খান জুটির একসাথে কাজ করা এ নিয়ে দ্বিতীয়, প্রথমটি ছিল ২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘এক থা টাইগার’।
সময় এখন খুবই ব্যস্ত যাবে সালমানের। ‘বজরঙ্গি ভাইজান’-এর কাজ শেষ করেই ছুট লাগাতে হবে সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির বাকি কাজ শেষ করতে। এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।