ঈদে সালমান-জনের লড়াই?
এমনিতেই বহু গণ্ডগোলে জড়িয়ে রয়েছেন সালমান। মাথার ওপর ঝুলছে জেলের হুমকি, একইসাথে কাজ শেষ করার চাপ। এর মধ্যে বলিউড বাতাসে ফিসফাস, আসছে ঈদে জন আব্রাহামের সাথে ফেস টু ফেস লড়াইয়ে নামতে হতে পারে তাঁকে। জনের বহুল প্রতীক্ষিত ‘ওয়েলকাম ব্যাক’ নাকি মুক্তি পেতে পারে ঈদের সময়, এমন খবর বক্স অফিস ক্যাপসুলের।
সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর কাজ মোটামুটি শেষ। কাশ্মীরে শুটিং শেষ করে পড়িমড়ি করে সালমান উড়াল দিয়েছেন মুম্বাইয়ের দিকে। ঈদে ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাবে, এ ঘোষণা হয়ে গেছে আগেই। গুন্ডা পিটিয়ে তক্তা করা দাবাং খানের আবার ঈদ মৌসুম ভীষণ পছন্দের, সাথে একে ‘লাকি চার্ম’ও মানেন তিনি।
সাম্প্রতিক সময়ের বিবেচনায় সালমানের ছবি দেখার জন্য যে ভক্তদের উৎসাহ আরো বহুগুণ বেড়ে গেছে, এ তো বলাই বাহুল্য!
‘ওয়েলকাম ব্যাক’-এর ব্যাপারটা অবশ্য ভিন্ন। নামের সাথে কাজে একদম মিল থাকছে না সুপারহিট ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েলটির। আসি আসি করেও যে আসা হয়ে উঠছে না বহুদিন ধরে, পিছিয়ে যাচ্ছে বারবার। গেল বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল প্রথমে। সেখান থেকে পিছিয়ে এ বছরের জানুয়ারি। তারপর আবার পিছিয়ে ঠিক করা হলো এ বছরের ২৯ মে। তাতেও যে কি সমস্যা হলো কে জানে, স্থগিত হলো আবারও।
শেষটায় এখন শোনা যাচ্ছে, এ বছরের ঈদে ‘বজরঙ্গি ভাইজান’-এর সাথে টক্কর লাগানোতেই নাকি আগ্রহ নির্মাতাদের। দুটি ছবিই তারকাবহুল, কাজেই গুজব সত্যি হলে লড়াই জমজমাট হওয়ার আশা করতে পারে বি টাউন।
বজরঙ্গি ভাইজানে সালমানের সাথে রয়েছেন কারিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। ওদিকে ওয়েলকাম ব্যাকে জনের সাথে রয়েছেন অনিল কাপুর, শ্রুতি হাসান, নানা পাটেকর ও পরেশ রাওয়ালের মতো তারকারা।