'র্যাম্বো' কাজ করতে চান সালমানের সাথে
প্রথমে বলেছিলেন সালমান খানের সাথে অ্যাকশন মুভি করতে চান তিনি। পরে ছবির নামটাও জুড়ে দিলেন। জনপ্রিয় অ্যাকশন সিরিজ এক্সপেন্ডেবলসে সালমানের সাথে কাজ করতে চান বলে জানিয়েছেন ‘র্যাম্বো’ খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন।
টুইটে সালমান খানের প্রশংসা করে স্ট্যালোন বলেন, সালমানের সাথে মিলে এক্সপেন্ডেবলস সিরিজের ছবিতে কাজ করতে চান। সালমানের ভক্তদেরও প্রশংসা করেন সিলভেস্টার।
অবশ্য প্রশংসার ফুলঝুরি প্রথমে সালমানই ছুটিয়েছিলেন। নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘কোনো হিরোকে যদি অনুসরণ করতেই হয়, তাহলে সিলভেস্টার স্ট্যালোনকেই করো।’
সালমান খানের টুইটটি এক ঘণ্টার মধ্যে প্রায় তিন হাজার রিটুইট হয় এবং প্রায় চার হাজার ব্যবহারকারী এটিকে তাদের ফেভারেট টুইট করে। সালমানভক্তদের এমন অবস্থা দেখে স্ট্যালোন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাল্টা টুইটে। সালমানের সাথে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
গত বছর মুক্তি পেয়েছিল সিলভেস্টার স্ট্যালোনের পরিচালনায় ‘দি এক্সপেন্ডেবলস’ সিরিজের তৃতীয় কিস্তি। ছবিটি আয় করেছিল ২০ কোটি ৬০ লাখ ডলার। এদিকে জামিনে মুক্ত সালমান ব্যস্ত আছেন সুরাজ বারজাতিয়ার ‘প্রেম রাতান ধান পাও’ এবং কবির খানের ‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে। প্রথম ছবিতে সালমানের সাথে রয়েছেন সোনম কাপুর আর আরেকটিতে রয়েছেন কারিনা কাপুর খান।