এবার আরব আমিরাতে গাইবেন প্রীতম হাসান
আরব আমিরাতে গান গাইবেন প্রীতম হাসান। কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ দিয়ে শুরু প্রীতম হাসানের, শেষে এলো ‘লাগে উরা ধুরা’ গান। একইসঙ্গে লন্ডনে কনসার্ট—মে মাসটা যেন নিজের করে রেখেছিলেন প্রীতম। পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা ও সম্ভাবনার স্বাক্ষর রেখেছেন তিনি।
এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন এই গায়ক-সুরকার-অভিনেতা নিজেই। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফরম করবেন প্রীতম।
প্রীতম জানান, এ মাসে তিনি গাইতে যাবেন মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের শহর আজমানে। সেখানকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ২২ জুন অনুষ্ঠিত হবে ‘বাংলা কার্নিভাল ২০২৪’।