যেভাবে সনি পোদ্দারের প্রেমে পড়েছিলেন মিম
২০২২ সালে বিয়ের পিঁড়িতে বসেরন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। পাক্কা সাত বছর প্রেমের পর সনি পোদ্দারের মালা পরিয়েছেন তিনি। আজ (৪ জানুয়ারি) এই দম্পতির বিবাহ বার্ষিকী।
নিজের প্রেমের গল্পে মিম জানিয়েছিলেন, স্বামী সনি পোদ্দারের সঙ্গে তার পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সানজিদা অর্নি নামে এক কমন ফেন্ডের মাধ্যমে। সে সময় আরেক বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সনি ও অর্নি ছিলেন সহকর্মী।
অভিনেত্রীর কথায়, ‘অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কি না, কারও সঙ্গে প্রেম করি কি না। আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ।
এরপর ও (অর্নি) বলে, দোস্ত একটা ভালো ছেলে আছে। কথা বলবি? আমি সরাসরি না করে দেই। কারণ চিনি না, জানি না, কেন কথা বলব! অর্নি বলল, বন্ধু হিসেবেই কথা বল। তাই নরমালি বন্ধু হিসেবে কথা বলা শুরু।’
মিম জানান, এরপর তারা তিনজন মিলে ফেসবুক ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খুলে কথা বলা শুরু করেন। কিন্তু কিছুদিন পরই মিম এবং সনি আলাদা কথা বলা শুরু করেন। যেটা তাদের কমন ফ্রেন্ড অর্নি জানতেনই না।
গ্রুপে চ্যাট প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অর্নি প্রায়ই মিমকে জিজ্ঞেস করতেন, সনির সঙ্গে কথা হয় কি না। মিম বলতেন, কই না তো। পরে ঠিকই ধরা পড়ে যান নায়িকা।
মিম দাবি করেন, ভালোবাসার কথাটা সনিই তাকে প্রথম বলেছিলেন। অভিনেত্রী বলেন, ‘তারিখটা ২০১৬ সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ১১ তারিখ হবে হয়তো! আসলে তারিখটা নির্দিষ্ট করে মনে নেই। এগুলো সনি খুব ভালোভাবে মনে রাখতে পারে। আমাদের প্রথম দেখা হয় গুলশানের গ্লোরিয়া জিনস রেস্টুরেন্টে। ২০১৬ সালে। আমি তখন খুব নার্ভাস ছিলাম। কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাই অল্প কিছুক্ষণ থেকে বেরিয়ে আসি।’