সব মাথাব্যথাই কি ব্রেইন টিউমারের লক্ষণ
অনেকে ব্রেইন টিউমারের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ব্রেইন টিউমার সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ব্রেইন টিউমার সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
ব্রেইন টিউমার অপারেশনের পর রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, টিউমার যদি ছোট হয়, তাহলে অপারেশন-পরবর্তী জটিলতা নেই বললেই চলে। টিউমার যদি বড় হয়, সে ক্ষেত্রে ব্রেইনের অনেক টিস্যুকে ইনভলভ করে, অনেক নার্ভকে ইনভলভ করার সম্ভাবনা থাকে। তো সে ক্ষেত্রে টিউমার রিমুভ করতে গেলে যদি আমরা দেখি যে ভাইটাল কোনও নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা একটু টিউমার ওখানে রেখে দিয়ে আসি। আমরা পুরোপুরি রিমুভ না করে আংশিক করি।
সব মাথাব্যথাই কি ব্রেইন টিউমারের লক্ষণ বা এতে ভয় পাওয়ার কিছু আছে কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, মাথাব্যথা হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পৃথিবীতে এমন কোনও মানুষ নেই, তার জীবনে কখনও মাথাব্যথা হয়নি। এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। বেশির ভাগ মাথাব্যথা সাধারণ মাথাব্যথা। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে মাথাব্যথার সঙ্গে যদি খিঁচুনি হয়, মাথাব্যথার সঙ্গে যদি এক দিকে হাত-পা অবশ হয়ে যায়, মাথাব্যথার সঙ্গে যদি রোগীর চোখে দেখতে অসুবিধা হয়, মাথাব্যথার সঙ্গে যদি দেখা যায় সে হাঁটতে পারছে না, এক দিকে পড়ে যাচ্ছে—এ ধরনের উপসর্গ থাকলে গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
ব্রেইন টিউমার সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।