পুষ্টিকর ক্রিমি ফ্রুটস সালাদ
সালাদ পুষ্টিকর খাবার। কারণ, এতে বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল থাকে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ক্রিমি ফ্রুটস সালাদ তৈরি করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডে’স কিচেনের একটি পর্বে সুস্বাদু ক্রিমি ফ্রুটস সালাদের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ক্রিমি ফ্রুটস সালাদ তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. কনডেন্স মিল্ক
২. ফ্রেশ ক্রিম
৩. আপেল
৪. কিসমিস
৫. আনার
৬. নাশপাতি
৭. চাট মসলা
৮. চিনি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ফ্রেশ ক্রিম নিন। এতে কনডেন্স মিল্ক ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হলে আপেল, নাশপাতি, কিসমিস, আনার ও চাট মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিমি ফ্রুটস সালাদ। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।