ভিন্ন স্বাদের ডেজার্ট কোকোনাট ব্রেড সুইট
অনেকের ডেজার্ট পছন্দ। চাইলে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারেন নানান পদের সুস্বাদু ডেজার্ট। আজ আমরা জানাব, কীভাবে সহজে তৈরি করবেন ভিন্ন স্বাদের ডেজার্ট কোকোনাট ব্রেড সুইট।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডে’স কিচেন-এর একটি পর্বে কোকোনাট ব্রেড সুইটের রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। উপস্থাপনায় ছিলেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে কোকোনাট ব্রেড সুইট রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. কয়েক টুকরো ব্রেড
২. পরিমাণমতো পানি
৩. পরিমাণমতো তেল
৪. রুহ আফজা
৫. নারকেল ঝুরি
প্রস্তুত প্রণালি
প্রথমে চপিং বোর্ডে ব্রেড পিসগুলোর চারপাশ ভালোভাবে কেটে নিন। এবার ব্রেড পিসগুলো পানি চুবিয়ে গরম তেলে ভেজে নামিয়ে নিন। সবশেষে ভাজা ব্রেডগুলো রুহ আফজায় চুবিয়ে নারকেল ঝুরিতে জড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের কোকোনাট ব্রেড সুইট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।