যে ৪ খাবার সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করে
বাইরে সুর্যের প্রখর তাপ। এই তাপ থেকে ত্বক রক্ষা করার জন্য সানস্ক্রিন লাগানো অত্যাবশ্যক। এ ছাড়া, টুপি পরা উচিত। সম্ভব হলে ছাতা বহন করা আরও ভাল। মোটকথা, ত্বককে সূর্যের আলো থেকে বাঁচানো উচিত। কিন্তু আপনি কী জানেন কিছু খাবার আপনার ত্বককে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখতে পারে। এসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকায় ত্বককে সুস্থ রাখে। ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
গাজর
ত্বককে রোদের হাত থেকে রক্ষা করার জন্য গাজর সেরা খাবার। গাজরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এ ছাড়াও, গাজরে ভিটামিন এ পাওয়া যায়। এটি ত্বকের গঠন উন্নত করে। সূর্য থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে।
টমেটো
রোদ থেকে ত্বককে রক্ষা করার জন্য টমেটো একটি দুর্দান্ত খাবার। টমেটো লাইকোপেন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। টমেটো খেলে ত্বক রোদে পোড়ার ক্ষতি থেকে রক্ষা পায়।
নারকেল তেল
নারকেল তেল ত্বককে সূর্য থেকে রক্ষা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। সেইসাথে ফ্যাটি অ্যাসিডও রয়েছে। এ সব উপাদান ত্বককে হাইড্রেট রাখে। ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে। নারকেল তেল সূর্যের ক্ষতিকারক রশ্মিকে দূরে রাখতে ত্বকে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করতে সাহায্য করে।
ডার্ক চকলেট
ডার্ক চকলেট ত্বকের জন্য খুবই উপকারী। এতে ফ্ল্যাভোনল রয়েছে। যা ত্বককে ইউভি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।
এসব খাবারগুলি আপনার ত্বককে রোদ থেকে রক্ষা করবে। ত্বক সুস্থ রাখতে সাহায্য করতে পারে। সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করতে খাদ্যতালিকায় এই খাবারগুলি যোগ করতে ভুলবেন না।
সূত্র- বোল্ডস্কাই