আজ বিছানা না গোছানোর দিন!
বছরের সবচেয়ে ছোট দিন আজ শনিবার (২১ ডিসেম্বর)। এই দিনটিতে ‘বিছানা না গোছানো দিবস’ হিসেবে পালিত হয়। ছোট দিন হওয়ায় একটু পরেই তো আবার বিছানা মেলতে হবে। তাই ভাঁজ করে কী হবে?
মূলত বিছানা গোছানোর কোনোরকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না, কারণ রাতে তো আবার এখানেই ঘুমাতে হবে। এজন্য সারা দিন কাজের পর বাড়ি ফিরে সকালের বিছানাতেই ঘুমাতে হয় তাদের।
শীতকালে ঘুম থেকে উঠে বিছানো গোছানো অনেক অলসতার একটি কাজ। এই কাজটি নিয়মিত করে না এমন লোকের সংখ্যা অনেক। কারণ সেই তো আবার রাতেই মেলতে হবে বিছানা। বিশেষ করে টিনেজারদের এই বিছানা গোছানো নিয়ে প্রতিদিন সকালে রাগারাগি হয়ে যায় বাসার সবার সঙ্গে। এজন্য তাদের অনেক কথা শুনতে হয়। এরপরও শুধু অলসতার কারণে বিছানা গোছান না তারা।
আর ঠিক এই কথাটাই মার্কিন টিনেজার শ্যানন বারবা ভেবেছিল ২০১৪ সালে। আর তারপর থেকেই বছরের সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বরকে বিছানা না গোছানো দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে পিটিশন দায়ের করে সে।
পিটিশনে শ্যানন লেখেন, ‘মাঝেমধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্ত লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবত হতো না, তাহলে কিন্তু বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।’
আর বহু মানুষের মনের কথার সঙ্গে মিলে যাওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই দিবসের ধারণাটি।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার