এমপিওভুক্ত শিক্ষকরাও বেতন পাবেন নতুন স্কেলে
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, সরকার বরাবরই শিক্ষকদের মর্যাদা রক্ষায় আন্তরিক। উন্নত জাতি গঠনে শিক্ষকদের অবদানের কথায় মাথায় রেখেই শিক্ষকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা উন্নীতকরণ ও বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি, একটি সম্মানজনক উপায় বের হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মজিবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করে তাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ মূল্যায়ন করেছে। এ নতুন বেতন স্কেল বাস্তবায়নের তারিখ গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়।