সেলিব্রেটিদের অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণে চীনের নয়া পরিকল্পনা
সেলিব্রেটিদের অনলাইন উপস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন এক পরিকল্পনা করেছে চীন। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের উপস্থিতি কমিয়ে আনতে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিএসি জানায়, সেলিব্রেটিদের মাধ্যমে যাতে ভুল তথ্য ও গুজব না ছড়ায়, সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু সেলিব্রেটিদেরই নয়, তাঁদের ফ্যান পেজগুলোকেও এ নিয়ম মেনে চলতে হবে।
এ ক্যাম্পেইনের ঘোষণার পর সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে জনপ্রিয় অভিনেতা ঝাও ওয়েই’র অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।