৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত
নেপাল সীমান্তের কাছে তিব্বতের জিজাংয়ে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের কারণে চীন, নেপাল, ভারত, ভুটান ও বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে। যদিও এর ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুসারে, নেপালের লেবুচির কাছে তিব্বতের জিজাংয়ে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় লেবুচি থেকে ৯৩ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এদিকে কাঠমান্ডুর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। নেপালে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিহার ও আসামসহ ভারতের বেশ কয়েকটি জায়গায় ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।
নেপাল একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে হিমালয় তৈরি হয় এবং সেখানে ঘনঘন ভূমিকম্প আঘাত হানে।