আশুগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে তিনজনের জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় তিনজনকে আটক করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
আশুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মো. সালা উদ্দিনের সমর্থক মোস্তফা কামাল, মতিউর রহমান এবং বাবুল মিয়ার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেইলগেইট এলকায় মিছিল করছিল। এমন সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন উপজেলায় নির্বাচনি আইনশৃঙ্খলা সভায় আসার পথে সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মো. সালাউদ্দিনের মিছিলের সামনে চলে আসে। এ অবস্থায় মিছিল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’