করোনা থেকে সেরে উঠতে এত সময় লাগবে ভাবেননি মেসি
কিছুদিন আগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন পিএসজি সুপারস্টার লিওনেল মেসি। আক্রান্তের পর থেকে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চুপই ছিলেন তিনি। এবার এক নিজের অফিশিয়াল পেইজে জানালেন, করোনা থেকে সেরে উঠতে এত সময় লাগবে বলে ভাবেননি রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন মেসি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা জানেন যে, আমি কোভিডে আক্রান্ত হয়েছি এবং এ সময়ে আমি যত মেসেজ পেয়েছি, তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাই যে, এটা থেকে সেরে উঠতে যতটা সময় লাগবে ভেবেছিলাম তারচেয়ে বেশি সময় লাগছে।’
দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছেন মেসি। জানালেন, এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি, ‘আমি প্রায় ঠিক হয়ে গেছি এবং আমি মাঠে নামার জন্য মুখিয়ে আছি। শতভাগ ফিটনেস পেতে আমি কয়েকদিন ধরে অনুশীলন করে যাচ্ছি। এ বছর অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আশা করছি সবার সঙ্গে সবার দেখা হবে খুব শিগগিরই। সবাইকে ধন্যবাদ।’
গেল মাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মেসি করোনায় আক্রন্ত হন বলে ধারণা করা হয়। বিষয়টি ২ জানুয়ারি সংবাদমাধ্যমকে জানায় প্যারিসের ক্লাবটি।