সৌম্য-ফ্লেচার ঝড়ে উড়ে গেল সিলেট
মাঝারি লক্ষ্য তাড়ায় জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি খুলনা টাইগার্সকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারা সিলেট সানরাইজার্সকে ৯ উইকেটে হারিয়েছে। সৌম্য সরকার ও আন্দ্রে ফ্লেচারের ঝড়ে উড়ে গেছে সিলেট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান গড়ে সিলেট। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় সিলেট। সে ধারাবাহিকতায় অন্যরাও খুব একটা সুবিধা করতে পারেননি। মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দারুণ দুটি ইনিংস খেলে দলের মান বাঁচান। চতুর্থ উইকেটে দুজনে ৬৮ রানের জুটি গড়েন। সৈকত ৩০ বলে করেন ৩৪ রান। আর মিঠুন ৫১ বলে ৭২ রান করেন।
খুলনার পক্ষে দুই উইকেট নেন খালেদ আহমেদ। মাত্র ১০ রান দিয়ে নাবিল সামাদ শিকার করেন এক উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করে খুলনাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও সৌম্য সরকার। সৌম্য ৪৩ রান করেন ৩১ বল খরচায়। যাতে ছয়টি চার ও একটি ছক্কার মার রয়েছে। ফ্লেচার ৪৭ বলে ৭১ রান করেন। আর পেরেরা ২২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সানরাইজার্স : ১৪২/৫ (২০ ওভার), (মিঠুন ৭২, সৈকত ৩৪; খালেদ ২০/২, নাবিল ১০/১)।
খুলনা টাইগার্স : ১৪৪/১ (১৪.২ ওভার), (ফ্লেচার ৭১*, সৌম্য ৪৩, পেরেরা ২২*; অপু ৩৯/১)।
ফল : খুলনা টাইগার্স নয় উইকেটে জয়ী।