অবশেষে জ্বলে উঠলেন গেইল, রানের পাহাড় গড়ল বরিশাল
চলমান বিপিএলে এর আগে ক্রিস গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৪৫ রান। অন্য ম্যাচ গুলোতে খুব একটা সাফল্য পাননি তিনি। আসরে একেবারেই অনুজ্জ্বল থাকা ক্যারিবীয় তারকা শেষ পর্যন্ত জ্বলে উঠেছেন। অনেকদিন পর গেইল সাফল্য পেয়েছেন, তাঁর দল ফরচুন বরিশালও রানের পাহাড় গড়েছে।
আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে বরিশাল গড়েছে ১৯৯ রান। তারা উইকেট হারিয়েছে মাত্র চারটি। গেইল ৫২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। ৪৫ বলের এই ইনিংসে চারটি চার ও দুটি ছক্কার মার রয়েছে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে স্বাগতিক দলের অধিনায়ক রবি বোপারা। বরিশাল দারুণ শুরু করে। মুনিম শাহরিয়ার ২৮ বলে ৫১ রান করেন, ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন।
অধিনায়ক সাকিবও উজ্জ্বল ছিলেন, ১৮ বলে ৩৮ রান করেন দুটি চার ও চার ছক্কায়। ডোয়াইন ব্রাভো মারমুখী ইনিংস খেলেন, ১৩ বলে ৩৪ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ১৯৯/৪ (২০ ওভার), (গেইল ৫২*, মুনিম ৫১, সাকিব ৩৮, ব্রাভো ৩৪*; অপু ১৪/১, আলাউদ্দিন ২৮/১)।