বিপিএলের পরের দুই রাউন্ড যে কারণে গুরুত্বপূর্ণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শেষ হয়েছে। আবার ঢাকায় ফিরেছে আসরটি। শেষ চারের আগে আরো দুই রাউন্ড মোকাবিলা করবে দলগুলো। আগামীকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দলগুলো।
এরই মধ্যে প্লে-অফের দৌড়ে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স। ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস এরই মধ্যে পরের পর্বে খেলা নিশ্চিত করেছে। অন্য তিন দলের জন্য পরের দুই রাউন্ড গুরুত্বপূর্ণ। খুলনা টাইগার্স, মিনিস্টার গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে দুই দল পরের পর্বে খেলবে।
কাল দিনের প্রথম ম্যাচে খুলনা ও কুমিল্লা মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বিকেল সাড়ে ৬টায় দিনের আরেক ম্যাচে বরিশাল ও ঢাকা লড়বে।
কোয়ালিয়াইয়ার-১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। পরাজিত দল ফাইনালে উঠার জন্য আরো একটি সুযোগ পাবে। টেবিলের তৃতীয় ও চতুর্থ হওয়া দল খেলবে এলিমিনেটরে। এলিমিনেটরে হেরে যাওয়া দল আসর থেকে বাদ পড়বে। আর জয়ী দল ফাইনালের জন্য কোয়ালিফাইয়ার-১-এ হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে।