টিকে থাকার লড়াইয়ে মুশফিকদের কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আজ সোমবার থেকে মাঠে গড়াল বিপিএলের প্লে-অফের লড়াই। টুর্নামেন্টে টিকে থাকার মিশনে আগে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটনের ব্যাটে খুলনা টাইগার্সকে ১৯০ রানের কঠিন লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ সোমবার এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস উপহার দিয়েছেন ওয়ালটন। তাঁর ইনিংসটি সাজানো মাত্র ৪৪ বলে। এ সময়ে খেলেছেন সাতটি করে বাউন্ডারি ও ছক্কা।
ওপেনার জাকির হাসান অনিক আজও ভালো করতে পারেননি। তিনি রানের খাতাও খুলতে পারেননি। আরেক ওপেনার কেনার লুইস করেছেন ৩৯ রান। দেশীয়দের মধ্যে আফিফ হোসেন ও শামীম হোসেন ভালো না করলেও ভালো করেছেন মিরাজ। তিনি খেলেছেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস।
এলিমিনেটর ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা উইল জ্যাকসকে এ ম্যাচে পায়নি তারা। মাঠে আসার ঠিক আগে অসুস্থ হওয়ায় ফাইনালের পথে টিকে থাকার লড়াইয়ে খেলতে পারেননি আগ্রাসী এ ওপেনার। কিন্তু, তাঁর না থাকার আক্ষেপ মিটে যায় চ্যাডইউক ওয়ালটনের ঝড়ে। ওয়ালটনের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে আফিফ হোসেনের দল।