তেলের জন্য সৌদি আরব ও ভেনেজুয়েলার দিকে নজর যুক্তরাষ্ট্রের : বিবিসি
আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করার জন্য সৌদি আরবকে অনুরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি সফরের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক রাজনৈতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, চলতি মাসের মাঝামাঝি থেকে জুনের মধ্যে যেকোনো সময়ে
সৌদি আরব সফরে যেতে পারেন জো বাইডেন। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে বিশ্বে সৃষ্ট জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন।
তবে, হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব সফরের পরিকল্পনা এখনও হয়নি। ‘এ বিষয়েই আগেভাগে জল্পনা-কল্পনা করা হচ্ছে’ বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া ভেনেজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা পরামর্শ দিয়েছেন—রাশিয়ার তেলের বিকল্প হতে পারে ভেনেজুয়েলার তেল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি তেলের ১০ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়।