শরীফ উদ্দিনের রিভিউ আবেদন অনন্তকাল ফেলে রাখা যাবে না : হাইকোর্ট
চাকরি ফেরত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের করা রিভিউ আবেদন ফেলে না রাখতে বলেছেন হাইকোর্ট।
পাশাপাশি এ রিভিউ অনন্তকাল ফেলে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন আদালত।
আজ সোমবার এ বিষয়ে শরীফের করা রিটের শুনানির সময় এমন মন্তব্য করেছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
আদালতে শরীফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন। অপরদিকে, দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান।
এর আগে গত ১৩ মার্চ দুদক থেকে অপসারিত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চৌধুরী চাকরি ফিরে পেতে একটি রিট আবেদন করেন। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় নানা তদন্ত চালিয়ে আলোচিত হন শরীফ। তাঁকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাকরিতে পুনর্বহালের জন্য দুদকে রিভিউ আবেদন করেছিলেন শরীফ উদ্দিন। চাকরি হারানোর ১১ দিন পর গত ২৭ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর তিনি আবেদনটি করেন।