সাভারে তিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভার পৃথক স্থান থেকে তিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাভারের কলমা, আশুলিয়া পলাশবাড়ী ও টঙ্গাবাড়ি থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সাভারের কলমা এলাকার একটি বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
অপরদিকে আশুলিয়া পলাশবাড়ী থেকে আরও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে।
এ ছাড়া আশুলিয়া টঙ্গাবাড়ি থেকে উদ্ধার করা হয় অপর এক নারীর ঝুলন্ত মরদেহ।
সংশ্লিষ্ট থানাসূত্র বলছে, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা জানা যাবে।