সরকার বর্বরভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে : মির্জা ফখরুল
র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য লজ্জাজনক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার বর্বরভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ভয়াবহ দানব সরকারকে প্রতিরোধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে সরানো সবার আগে প্রয়োজন। এ জন্য জনমত গড়ে তুলতে পেশাজীবীদের কাজ করতে হবে।’
রাজধানীর লেডিস ক্লাবে আজ বৃহস্পতিবার পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্র দখলের মতো একই কায়দায় জোর করে আইনজীবী সমিতির ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। পেশাজীবীদের প্রতিবাদ করা দরকার। আইনজীবীদের উচিত ছিল প্রতিবাদ করা।’
মির্জা ফখরুল বলেন, ‘নিউমার্কেটে দুজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে, এটা ছাত্রলীগের কাজ। কিন্তু বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে তারা। অথচ যারা জড়িত, মিডিয়ায় তাদের ছবি চিহ্নিত হয়েছে। আজ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এর আগে তারা বিএনপির নেতা মকবুলের নামে মামলা দিয়েছে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতের কাছে ধরনা দিচ্ছেন। কিন্তু যখন রোহিঙ্গা ইস্যুতে তাদের কথা বলা প্রয়োজন ছিল, তখন কথা বলেননি।’