বাউচারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার
গত কয়েক দিন ধরে আলোচনা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বরখাস্ত হতে পারেন। বর্ণবাদের অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছিল। আশার খবর হচ্ছে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, বাউচারের বিরুদ্ধে আনা বর্ণবাদের অভিযোগের কোনো সত্যতা পায়নি সিএসএ।
গত জুলাইতে এক শুনানিতে অ্যাডামস বলেছিলেন বাউচার খেলোয়াড়ি জীবনে ড্রেসিংরুমে তাঁকে ‘ব্রাউন শিট’ বলেছিলেন। এ নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তদন্তে নামে।
এদিকে অ্যাডামস সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি বাউচারের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন। সিএসএ এক বিবৃতিতে জানায়, ‘অ্যাডামসের উদ্বেগগুলো ছিল ২০০০-এর দশকের গোড়ার দিকে প্রোটিয়া দলের ‘সংস্কৃতি’ সম্পর্কে। কোনো নির্দিষ্ট খেলোয়াড় সম্পর্কে নয়। বাউচার এর জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। অ্যাডামসও নাকি ক্ষমা করে দিয়েছেন।’
এদিকে গত মাসে সিএসএর সাবেক পরিচালক গ্রায়েম স্মিথের বিরুদ্ধেও বর্ণবাদের অভিযোগ উঠে।