সাভারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে দক্ষিণ দরিয়ারপুরে নির্মাণাধীন তিন তলাবিশিষ্ট একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীরের বাড়ি মাগুরায়।
পুলিশ জানায়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণাধীন তিন তলা ভবনে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণশ্রমিক। গুরুতর অবস্থায় তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই নির্মাণাধীন ওই ভবনে শ্রমিক দিয়ে কাজ করায় ভবন মালিক বাদল মিয়ার গাফিলতি ছিল—এমন অভিযোগ এনে এলাকাবাসী ও শ্রমিকেরা সোচ্চার হলে ভবনটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন মালিক বাদল মিয়া।
সাভার মডেল থানার পরিদর্শক মোমেনুল ইসলাম বলেন, ‘তদন্ত করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’