বিচার বিভাগের ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে
দেশের নির্বাহী বিভাগ বিচার বিভাগের সব ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি আরো বলেন, নির্বাহী বিভাগ ও আইনজীবীরা প্রত্যেকেই বিচার বিভাগের ওপর আঘাত করলে এর স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে আদালত বর্জনের জন্য আইনজীবীদের সমালোচনা করেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আইনজীবীরা নিজেদের স্বার্থে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। এতে মামলা জট কমানোর উদ্যোগ ব্যাহত হচ্ছে।’ এ ছাড়া দেশে এখন ৩০ লাখেরও বেশি মামলার জট তৈরি হয়েছে বলে জানান তিনি।
দেশের নির্বাহী বিভাগ বিচার বিভাগের সব ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।