সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি
সিরাজগঞ্জে যমুনা নদীতে শুরু করেছে পানি। এরই মধ্যে গত ২ জুন পানি উন্নয়ন বোর্ড থেকে জারি করা হয়েছে বন্যার সতর্কবার্তা। তারপর আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় ২ সেন্টিমিটার পানি বেড়েছে। যদিও তা এখনো বিপদসীমার নিচে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান জানান, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় পানির বিপদসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। শনিবার দুপুর ৩টায় এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭০ সেন্টিমিটার। গত বুধবার এই পয়েন্টে পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭০ সেন্টিমিটার, পরের দিন রেকর্ড করা হয় ১০ দশমিক ৬৮ সেন্টিমিটার। আর গতকাল শুক্রবার পানি রেকর্ড করা হয় ১০ দশমিক ৭১ সেন্টিমিটার। এ রাত থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৩ সেন্টিমিটার পানি কমে যায়। সকাল ৬টার পর থেকে আবারও পানি বাড়তে থাকে।
যমুনা নদীতে পানি বাড়লেও তা বিপদসীমার দুই দশমিক ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, বন্যার সতর্কবার্তা জানানোর পাশাপাশি তা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।