এমবাপ্পেকে পায়নি, চুমেনিকে নিয়ে চমক দেখিয়েছে রিয়াল মাদ্রিদ
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকাকে দলে নিতে না পারলেও এবার রিয়াল নিয়েছে ফরাসি মিডফিল্ডার অহেলিয়া চুমেনিকে।
মোনাকো থেকে চুমেনিকে উড়িয়ে নিচ্ছে রিয়াল। এরই মধ্যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
আজ শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। ছয় বছরের চুক্তিতে স্পেনে যাচ্ছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।
মার্কার খবরে জানা গেছে, চুমেনিকে দলে নিতে চেয়েছিল পিএসজি এবং লিভালপুলও। লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে রিয়াল।
মিডফিল্ড টনি ক্রুস, কাসেমিরো ও লুকা মদ্রিচের উত্তরসূরি হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন চুমেনি সেটা আশা করছে রিয়াল। আগামী মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
চুমেনি হবেন রিয়াল মাদ্রিদের চতুর্থ ব্যয়বহুল ফুটবলার। ৮০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে মোনাকো থেকে রিয়ালে যাচ্ছেন তিনি। গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও এডেন হ্যাজার্ডের পর তাঁর অবস্থান।
দলে যোগ দিলেও আগামী মৌসুমেই যে কার্লো আনচেলত্তির একাদশে নিশ্চিত অন্তর্ভুক্তি হবেন, তা নিশ্চিত নয়।
লিগ ওয়ানে গত মৌসুমে মোনাকো তৃতীয় হয়েছে। যাতে বড় অবদান ছিল চুমেনির। ৫০ ম্যাচ খেলে পাঁচটি গোল করেন এবং তিনটি অ্যাসিস্ট করেন এই তরুণ মিডফিল্ডার। তবে পুরো মাঠজুড়ে খেলে সবার প্রশংসা পেয়েছেন তিনি। খুবই পরিশ্রমী ফুটবলার তিনি।