বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ প্রচারসর্বস্ব : গণতন্ত্র মঞ্চ
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বানভাসিদের জন্য সরকারি ত্রাণ তৎপরতা নেহায়েতই প্রচারসর্বস্ব বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। এমতবস্থায় বন্যা দুর্গতদের পুনর্বাসনে জরুরি ভিত্তিতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক রূপরেখা নীতিগতভাবে গৃহীত হয়। আজ রোববার সকালে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সভায় রূপরেখা গৃহীত হয়।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জাহেদ উর রহমান। আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রিজু, বহ্নিশিখা জামালী, আকবর খান, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবুল হাসান রুবেল, মনিরুদ্দিন পাপপু, রাশেদ খান, ফারুক হাসান, জিল্লুর চৌধুরী জিতু, হাবিবুর রহমান, সাকিব আনোয়ার প্রমুখ।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘আমরা সভায় বেশকিছু সিদ্ধান্ত নিয়েছি। ঈদুল আযহার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের রুপরেখা ঘোষণা করা হবে। সভায় গৃহীত প্রস্তাবে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি ও বন্যাপীড়িত লক্ষ লক্ষ পরিবারের চরম দুর্দশায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং বলা হয় বন্যাকবলিত অধিকাংশ মানুষের কাছে আজ পর্যন্ত সরকারের কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।’
বক্তরা বলেন, সরকারের ত্রাণ তৎপরতা নেহায়েত প্রচারসর্বস্ব। বন্যাপীড়িত অঞ্চলে সরকারি দলের অধিকাংশ সংসদ সদস্যসহ তাদের নেতারা অনুপস্থিত।